What is SEO?
1.SEO এর পূর্ণরুপ কি?
= SEO এর পূর্ণরুপ হলো Search Ingine Optimization ।
2. Search Ingine কাকে বল?
= কোনো একটা নিদির্ষ্ট বিষয় নিয়ে আমরা যখন কেনো তথ্য পাওয়ার জন্য যেকোনো সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করে থাকি এবং অনুসন্ধানের ফল যেখান থেকে পাওয়া যায় তাকে Search Ingine বলে।
3.SEO কাকে বলে?
= কোনো একটা ওয়েবসাইটকে আমরা যখন সার্চ ইঞ্জিনে সার্চ উপযোগী করে থাকি এবং ঐ উপযোগী করার জন্য যেসব কাজ করা হয় তাকে Search Ingine Optimization( SEO) বলে।
4.আমরা SEO কেন করব?
= SEO করার প্রধান কারণ হলো কাঙ্খিত ফলাফল আনা। আমরা এই কাঙ্খিত ফলাফল আনার জন্য সাধারণত SEO করে থাকি।
কোনো একটা ওয়েবসাইট এর কাঙ্খিত ফলাফল আনার জন্য SEO গুরুত্বপূর্ণ। কারণ আমরা একটা ওয়েবসাইট এর কাঙ্খিত ফল আনার জন্য অনেক ধরনের নিয়ম অনুসরন করে অনেক টাকা খরচ করে তার কাঙ্খিত ফলাফল আমরা নিয়ে আসতে পারি না। এতে আমাদের অনেক টাকা ব্যায় হয়। কিন্তু SEO এর মাধ্যমে ঐ কাঙ্খিত ফল আমরা তাড়াতাড়ি নিয়ে আসতে পারি কম টাকা ব্যায় করে।
এইজন্য আমরা সাধারণত SEO করি।
4.SEO কত প্রকার কত ও কি কি?
= SEO সাধারণত দুই প্রকার।যথা:–
1.Organic 2. Paid
5. Organic SEO কত প্রকার ও কি?কি?
= Organic SEO আবার দুই প্রকার। যথা:–
1.On page 2. Off page
6.On page SEO কাকে বলে?
= ওয়েবসাইট (Website) এর ভিতরে যে সমস্ত কাজ করা হয় তাকে On page SEO বলে।
7. Off Page SEO কাকে বলে?
= ওয়েবসাইট (Website) এর বাহিরে যে সমস্ত কাজ করা হয় তাকে Off Page SEO বলে।
8. Paid SEO (P.P.C) কাকে বলে?
= Paid বলতে টাকা দিয়ে কোনো কিছু করনোকে বোঝায়।ওয়েবসাইটকে (Website) টাকা দিয়ে Promotion করা কিংবা ওয়েবসাইট (Website) এর দ্রুত ফলাফল আনার জন্য টাকা দিয়ে যে সমস্ত কাজ করানো হয় তাকে Paid SEO (P.P.C) বলে।
No comments